গতকাল তাঁর ‘বয়ফ্রেন্ড’ ভিকি কৌশল করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার করোনার কবলে পড়লেন বলি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল। প্রতিদিনই হু হু করে বাড়ছে সংক্রমণ। তার ধাক্কা লেগেছে বলিউডেও। মুম্বইয়ের বি-টাউনের বহু রথী-মহারথী করোনায় আক্রান্ত। ক্যাটরিনার কো-স্টার অক্ষয় কুমার সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। এবার সূর্যবংশী সিনেমার অক্ষয়ের নায়িকা ক্যাটরিনাও করোনায় আক্রান্ত হলেন। উল্লেখ্য, গতকালই ভিকি কৌশল করোনায় আক্রান্ত হয়ে জানিয়েছিলেন তাঁর সংস্পর্ষে যারা এসেছিলেন তাঁরা যেন করোনা পরীক্ষা করে নেন। এর ২৪ ঘন্টার মধ্যেই জানা গেল তাঁর বান্ধবী ক্যাট সুন্দরীও করোনায় আক্রান্ত। ফলে বলিউডে জোর গুঞ্জন শুরু হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback