রাজ্যগুলিকে ৪০০ টাকায় টিকা দেবে সিরাম, বেসরকারি হাসপাতালকে কত?

১ মে থেকে খোলা বাজারে টিকা পাওয়া যাবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি রাজ্যগুলিও সরাসরি টিকা কিনে আলাদাভাবে টিকাকরণ কর্মসূচি চালাতে পারবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। ফলে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল বেড়েছিল টিকার ডোজের দাম কত হতে পারে? এবার সিরাম ইনস্টিটিউট জানিয়ে দিল টিকার দাম। সিরামইনস্টিটিউট তাঁর ‘কোভিশিল্ড’ টিকার প্রতি ডোজ রাজ্য সরকারগুলিকে বিক্রি করবে ৪০০ টাকায়। অবশ্য তাঁরা কেন্দ্রীয় সরকারকে আগের দাম ১৫০ টাকাতেই বিক্রি করবে। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলিকে সিরাম ইনস্টিটিউট থেকে প্রতি ডোজ টিকা কিনতে হবে ৬০০ টাকায়। সিরামের দাবি, বিদেশে রফতানি করা টিকার ডোজ থেকে কম দামেই তাঁরা দেশে টিকা বিক্রি করছে। কারণ বিদেশে টিকার দাম রাখা হচ্ছে ৭০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে টিকা উৎপাদনকারী সংস্থাগুলি উৎপাদিত টিকার অর্ধেক কেন্দ্রের জন্য রেখে বাকি রাজ্য সরকার, বেসরকারি হাসপাতাল বা বিদেশে রফতানি করতে পারবেন। আগামী ১ মে থেকেই খোলা বাজারে বিক্রি হবে করোনার টিকা। জানা যাচ্ছে, ১৮ বছরের উর্ধ্বে টিকাকরণ শুরু হলে দেশে দৈনিক ১২ লাখ ডোজ টিকার প্রয়োজন পড়বে। সেটা যোগান দিতে হিমশিম খেতে হবে সংস্থাগুলিকে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post