দেশে দৈনিক আক্রান্ত তিন লাখ ছুঁইছুঁই, মৃত্যু ২০২৩ জনের

করোনা ভাইরাস ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। যদিও প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন এখনই সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটবে না সরকার। বরং তিনি সাধারণ মানুষকে আরও শৃঙ্খলিত ও নিয়ম মেনে চলার আহ্বান করেছেন। তবুও করোনা সংক্রমণে লাগামের কোনও লক্ষণ নেই। পরিস্থিতি ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, তা ফের প্রমাণিত হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে। কারণ এবার একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা ইতিমধ্যেই ৩ লাখ ছুঁইছুঁই। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লাখ ৯৫ হাজার ৪১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যার সিংহভাগই মহারাষ্ট্রের বাসিন্দা। পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিও। বর্তমানে দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০ জন। সংক্রমণের পাশাপাশি দেশে করোনায় ক্রমবর্ধমান মৃত্যুর হারও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ২,০২৩ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৮২ হাজার ৫৫৩ জনে। 

স্বাস্থ্যকর্তাদের চিন্তা বাড়িয়ে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। কারণ সুস্থতার হার যেমন কমছে, তার প্রায় দ্বিগুণ হারে মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৯৭ জন। মৃত্যু হয়েছে ৫১৯ জনের। কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫৭৭ জন। দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে মোটা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ১৭২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫২। ভোটমুখি রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৯৬৮ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৩৮৬ জন।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post