লাগামছাড়া করোনা, ফের বন্ধ হল স্কুল, আসতে হবে না শিক্ষকদেরও

মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধ করার নির্দেশিকা দিল নবান্ন। রাজ্যে মাত্রাছাড়া করোনা সংক্রমণের জেরেই এই সিদ্ধান্ত। তবে আপাতত গরমের ছুটি এগিয়ে আনা হল। পরে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই নবান্ন সূত্রে খবর। আনলক পর্বে মাত্র কয়েকমাস আগেই রাজ্যজুড়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল চালু হয়েছিল। কিন্তু মার্চ মাস থেকে লাগামছাড়া হয়েছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদেরও এখন স্কুলে না আসার কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, রবিবারই JEE-Main পরীক্ষা পিছিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অপরদিকে কেন্দ্রীয় বোর্ড সিবিএসই, আইসিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষাও স্থগিত করা হয়েছে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে। এবার পশ্চিমবঙ্গ সরকারও ব্যবস্থা নিল। 


অপরদিকে রাজ্যে বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী টুইট করলেন। দেশের সঙ্গে এই রাজ্যেও যে করোনা সংক্রমণ ক্রমাগত বাড়ছে সেটা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে সংক্রমণ ঠেকাতে যে রাজ্য সরকার তৎপর সেটাও জানাতে ভুললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পরপর দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী। প্রথমটিতে তিনি লেখেন, ‘কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমি সমস্ত আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। বলেছি, সবরকম ব্যবস্থা যাতে পর্যাপ্ত থাকে। আমাদের পরিকল্পনা কী হবে, তা নিয়ে আজ দুপুকে সাংবাদিক বৈঠক করবেন আধিকারিকরা’। আরেকটি টুইটে তিনি প্রধানমন্ত্রীকে লেখা চিঠির কথা উল্লেখ করে লেখেন, আরও টিকা ও ওষুধের জন্য সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post