দেশে ফের রেকর্ড, একদিনে করোনায় মৃত্যু ১হাজার ৬১৯ জনের


দেশে করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে। এতদিন শুধু আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছিল। বাড়ছে মৃতের সংখ্যাটাও। এদিকে আক্রান্তের সংখ্যা দুই বা আড়াই লাখের বেশি পেরিয়ে গেছে। যদিও সোমবার আক্রান্তের সংখ্যা বেড়ে পৌনে তিন লাখ ছাড়িয়েছে। বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা।  এদিকে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাটের মত রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে।

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  তরফে দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬১৯ জন। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা।  এদিকে হাসপাতালগুলিতে ক্রমশ বেড, জীবনদায়ী ওষুধ এবং অক্সিজেনের আকাল দেখা দিচ্ছে। আচমকা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কোভিড হাসপাতালগুলিতে ঠাঁই নেই। ফলে স্বাস্থ্য পরিকাঠামো ঠিক রাখতে অন্যান্য রাষ্ট্রায়ত্ত হাসপাতালগুলোকে ইতিমধ্যে করোনা হাসপাতালে পরিণত করা হয়েছে। প্রতিনিয়ত সংক্রমণ বাড়তে চিন্তার মুখে গোটা দেশ। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post