টিকা নিয়েও করোনার কবলে জিৎ

এবারে করোনা আক্রান্ত হলেন টলিউড অভিনেতা জিৎ। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর সংক্রামিত হওয়ার কথা জানিয়েছেন। কয়েকদিন আগে জিৎ করোনার টিকা নেন এবং সেই ছবি পোস্টও করেন। কিন্তু তারপরও সংক্রামিত হয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি আক্রান্ত কিন্তু অবস্থা স্থিতিশীল। তাঁর সাথে ইদানিং যারা মিশেছেন তাঁদের টেস্ট করতে অনুরোধ করেছেন। এতদিন বলিউডের তারকাদের খবর সামনে আসছিল, এবারে টলিউডও হানা দিল করোনা ভাইরাস। বলিউডে নাগমা, পরেশ রাওয়াল, আশুতোষ রানা টিকা নেওয়ার পর সংক্রামিত হয়েছিলেন এবারে টলিউডের জিৎ।  আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন জিৎ।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.