ষষ্ঠ দফার ভোটের আগে রক্তাক্ত মুর্শিদাবাদ, বোমাবাজিতে মৃত কংগ্রেসকর্মী

ষষ্ঠ দফার ভোটের আগেই রক্তাক্ত হল মুর্শিদাবাদ। সংঘর্ষ এবং বোমাবাজিতে মৃত্যু হল এক কংগ্রেসকর্মীর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া। মৃত কংগ্রেসকর্মীর নাম কাসেম আলি (৫২)। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার রাতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হরিহরপাড়া এলাকা। হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের বিলধারীপাড়া এলাকায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যেই ব্যাপক বোমাবাজি শুরু হয়। অভিযোগ, সেই সময় কয়েক রাউন্ড গুলিও চলে। বোমার আঘাতেই মৃত্যু হয় কাসেম আলি নামে ওই কংগ্রেস কর্মীর। জখম হয়েছেন দু’ পক্ষের অন্তত ১০ জন। গুরুতর আহত অবস্থায় কাসেম আলিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা, সেখানেই মৃত্যু হয় ওই কংগ্রেস কর্মীর। যদিও বোমবাজির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, হরিহরপাড়ার এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। রাতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। মঙ্গলবার সকালেও এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.