দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়ল ৩ মে অবধি

করোনা সংক্রমণে রাশ টানতে দিল্লিতে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়াল। তাতেও কোনও লাভ হয়নি খুব একটা। তাই আরও এক সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়াল কেজরিওয়াল সরকার। আগামী ৩ মে পর্যন্ত দিল্লিতে লকডাউন থাকবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে গত ১৯ এপ্রিল দিল্লিতে লকডাউন ঘোষণা করেছিলেন কেজরিওয়াল। আগামীকাল সোমবার বিকেল ৫টায় তার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু সংক্রমণে রাশ টানা যায়নি এখনও। রবিবার সকালেই এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল আরও সাতদিনের জন্য লকডাউনের মেয়াদ বৃদ্ধির খবর দিলেন। দিল্লির চিকিৎসক মহলের দাবি, করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কার্যত বেসামাল অবস্থা। বিভিন্ন হাসপাতালে বেডের অভাব। অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হচ্ছে। সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২.৪৩ শতাংশে। এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ বাঁড়ানো ছাড়া কোনও উপায় ছিল না দিল্লির আপ সরকারের। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.