দেশে চালু হবে ৫৫১টি অক্সিজেন তৈরির প্ল্যান্ট, টাকা দেবে ‘PM Cares’

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সাড়া দেশেই অক্সিজেনের বিপুল ঘাটতি দেখা দিয়েছে। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র অক্সিজেনের অভাবেই মারা গিয়েছেন বহু মুমুর্ষ রোগী। এবার নড়েচড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নির্দেশেই দেশে অক্সিজেনের যোগান বাড়াতে ৫৫১টি অক্সিজেন তৈরির প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। অত্যাধুনিক ‘প্রেসার সুই অ্যাবসর্পশন মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট’ বসানো হবে সরকারি হাসপাতালে। এরজন্য টাকার যোগান দেবে ‘PM Cares’ ফান্ড। রবিবারই প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে এই খবর জানানো হয়েছে। পিএমও জানিয়েছে, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যত দ্রুত সম্ভব এই অক্সিজেন প্ল্যান্টগুলিতে উৎপাদন শুরু করাতে হবে। এই প্ল্যান্টগুলি বিভিন্ন রাজ্যের জেলাগুলির হেডকোয়ার্টারে অবস্থিত সরকারি হাসপাতালে বসানো হবে। এই প্ল্যান্ট বসানো হবে পিএম কেয়ারের মাধ্যমে। এবং সেখান থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অক্সিজেন নিয়ে সরবরাহ করবে। অপরদিকে, রবিবার মন কি বাত (Man ki Baat) অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, করোনা ভাইরাসকে জয় করতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভুয়ো খবর সম্পর্কেও সতর্ক থাকার আহ্বান করেছেন। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post