কোভিডে থামলেন কবি, প্রয়াত শঙ্খ ঘোষ

প্রয়াত শঙ্খ ঘোষ। বয়স হয়েছিল ৮৯ বছর। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন হল। করোনার দ্বিতীয় ঢেউয়ে তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। গত সপ্তাহেই তিনি করোনা পজিটিভ হন। এমনিতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কবি। এরপর করোনা সংক্রমণের পর থেকে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন কবি। বাড়ি থেকেই চিকিৎসা চলছিল তাঁর। বাড়িতেই রীতিমতো ICU-র পরিকাঠামো তৈরি করা হয়েছিল। মঙ্গলবার রাতেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলেই পরিবার সূত্রে জানা যায়। তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। কিন্তু বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ সব চেষ্টা ব্যর্থ করে অমৃতলোকে চলে যান কবি শঙ্খ ঘোষ। কবির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেন, ‘শঙ্খদার মৃত্যুতে শোকজ্ঞাপন করছি। তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের সকলকে সমবেদনা জানাই। কোভিডে মারা গিয়েছেন শঙ্খদা। তা সত্ত্বেও যাতে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা যায়, মুখ্যসচিবকে তেমন নির্দেশ দিয়েছি। তবে শঙ্খদা গান স্যালুট পছন্দ করতেন না। সেটা বাদ রাখছি’। শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলা সংস্কৃতিক জগতে।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.