ভারত ও বাংলাদেশ, প্রতিবেশী দুই দেশেই করোনা পরিস্থিতি অত্যন্ত জটিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল দুই দেশই। এরমধ্যে বাংলাদেশে সম্পূর্ণ লকডাউন চললেও ভারত সামগ্রিকভাবে লকডাউনের পথে হাঁটেনি। তবুও দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হল। ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী দুই সপ্তাহের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে গত মার্চেই একটি নতুন যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে সম্প্রীতি এক্সপ্রেস নামে ট্রেনটি হলদিবাড়ি সীমান্ত হয়ে ঢাকায় যাতায়াত শুরু করেছিল। এছাড়া আগেই থেকেই কলকাতা স্টেশন থেকে ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা থেকে খুলনা বন্ধন এক্সপ্রেস চলাচল করে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই তিনটি ট্রেনই সাময়িকভাবে বন্ধ করল দু’দেশ। তবে এই ১৪ দিন ট্রেনে যাত্রীদের যাতায়াত বন্ধ থাকলেও, পণ্যবাহী যানবাহন চলবে দু’দেশের মধ্যে।
Thank You for your important feedback