দফা সাতঃ বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল ৫৫.১২%, পিছিয়ে কলকাতা

 


সোমবার দক্ষিণ কলকাতা সহ রাজ্যের পাঁচ জেলার ৩৪টি আসনে ভোট চলছে সপ্তম দফায়। সকাল থেকে কয়েকটি বুথে ইভিএম খারাপের খবর আসে। তাতে সেই সমস্ত বুথে ভোটগ্রহণে দেরি হয়েছে। এছাড়া অশান্তির খবর নেই, সপ্তম দফায় ভোটগ্রহণ মোটামুটি শান্তিতেই চলছে। নির্বাচন কমিশনের অ্যাপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ৫৫১২ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কলকাতায়। দক্ষিণ কলকাতার চারটি আসনে ভোট চলছে। কলকাতায় ভোট পড়েছে ৪১.৬৯%। সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে ৬০.৫৩%, এরপর দক্ষিণ দিনাজপুরে ৫৮.৯৬%, মালদায় ৫৮.১৬% এবং পশ্চিম বর্ধমানে ৫০.৭৮ শতাংশ ভোট পড়েছে বেলা ১টা পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক কোন বিধানসভায় কত ভোট পড়ল।

দক্ষিণ দিনাজপুর জেলা—

বালুরঘাট- ৫৪.৭৫%
গঙ্গারামপুর- ৫৯.৬৬%
হরিরামপুর- ৬০.৩৪%
কুমারগঞ্জ- ৫৯.৫৮%
কুশমাণ্ডি- ৬০.৭৭%
তপণ- ৫৭.৯০%

মালদা জেলা—

চাঁচল- ৫৬.০৫%
গাজোল- ৫৯.২৯%
হাবিবপুর- ৫৫.১৪%
হরিশচন্দ্রপুর- ৫৯.২২%
মালতিপুর- ৫৮.৬৮%
রতুয়া- ৬০.২৪%

মুর্শিদাবাদ জেলা—

ভগবানগোলা- ৬২.৬৫%
ফারাক্কা- ৬০.৭২%
লালগোলা- ৬০.৭৬%
মুর্শিদাবাদ- ৫৯.২৭%
নবগ্রাম- ৬০.৫৬%
রঘুনাথগঞ্জ- ৪৩.১৮%
রানিনগর- ৬২.৫৬%
সাগরদিঘি- ৫৮.২৩%
সুতি- ৬১.১০%

পশ্চিম বর্ধমান জেলা—

আসানসোল উত্তর- ৫০.০০%
আসানসোল দক্ষিণ- ৫০.২১%
বারাবনি- ৫১.০৭%
দুর্গাপুর পূর্ব- ৫৬.৮১%
দুর্গাপুর পশ্চিম- ৫৪.৯৬%
জামুরিয়া- ৫২.৪৭%
কুলটি- ৫২.৫৯%
পাণ্ডবেশ্বর- ৩৩.৮০%
রানিগঞ্জ- ৫২.২৩%

কলকাতা দক্ষিণ

বালিগঞ্জ- ৪১.১৫%
ভবানীপুর- ৪১.৯৭%
কলকাতা বন্দর- ৪৩.২৪%
রাসবিহারি- ৪০.২৭%

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post