টিকার দামে বৈষম্য কেন? কেন্দ্রকে ‘সুপ্রিম’ প্রশ্ন

করোনা অতিমারি পরিস্থিতিতে দেশে চূড়ান্ত অব্যবস্থা নিয়ে আগেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল শীর্ষ আদালত। এবার সেই মামলার শুনানিতেই টিকার দাম নিয়ে কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। পাশাপাশি কিসের ভিত্তিতে ঠিক করছে সরকার, তারও জবাব চেয়েছে শীর্ষ আদালত। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ শুক্রবার টিকা কেনার প্রক্রিয়া, দাম ও বন্টন নিয়ে প্রশ্ন তুললেন। সুপ্রিম কোর্টের প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যগুলির জন্য টিকার আলাদা হবে কেন? যেখানে দেশকে করোনামুক্ত করার সঙ্কল্প নিয়েছে সরকার। যদিও বিচারপতি জানিয়েছেন, ‘আমরা কোনও নির্দেশ দিচ্ছি না, কিন্তু আপনাদের বিষয়টি ভেবে দেখা উচিত’। 

 

প্রসঙ্গত, বেশ কয়েকটি রাজ্য বেশি দাম দিয়ে টিকা কেনা সম্ভব নয় বলেই কেন্দ্রকে জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলির জন্য করোনা টিকার দাম কিছুটা কমায় উৎপাদনকারী সংস্থাগুলি। সিরাম ইনস্টিটিউট টিকার দাম ৪০০ থেকে কমিয়ে ৩০০ করে, ভারত বায়োটেক ৬০০ থেকে কমিয়ে ৪০০ করে। যদিও বেসরকারি হাসপাতালগুলিকে করোনার টিকা কোভিশিল্ড কিনতে হবে ৬০০ টাকায় এবং কোভ্যাক্সিন কিনতে হবে ১২০০ টাকায়। যদিও কেন্দ্র আগেই জানিয়েছে, টিকা উৎপাদনকারী সংস্থাগুলি থেকে ৫০ শতাংশ টিকা কিনে নিয়ে রাজ্যগুলিকে বিনামূল্যেই সরবরাহ করবে সরকার। কিন্তু বাকি টিকা রাজ্য সরকারগুলিকে নিজেদের টাকায় কিনতে হবে। এখানেই আপত্তি জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের যুক্তি, ‘‘কেন্দ্র নিজে কেন ১০০ শতাংশ টিকা কিনছে না? কারণ সমান ভাবে টিকা বণ্টন সেখান থেকেই সবচেয়ে ভাল ভাবে হতে পারে। পাশাপাশি অনলাইনে টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে নিরক্ষর এবং প্রযুক্তি না জানা লোকজন কিভাবে রেজিস্ট্রেশন করাবেন? জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.