অক্সিজেনের ঘাটতি মেটাতে, শিল্পক্ষেত্রে এবার অক্সিজেন ব্যবহারে নিষেধাজ্ঞা কেন্দ্রের

দেশে দ্বিতীয়বার করোনার স্ট্রেন বেড়ে চলেছে। এই সংক্রমণ যে হাতের বাইরে চলে গেছে তা স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালগুলিতে নেই বেড, ঘাটতি দেখা যাচ্ছে জীবনদায়ী ওষুদের। এদিকে নেই অক্সিজেন।  রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামোয় সাহায্য করতে দেশের বিভিন্ন প্রান্তে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থার হাসপাতালগুলিকে কোভিড হাসপাতালে পরিণত করার নির্দেশ দিয়েছে মন্ত্রক। হাসপাতালগুলিতে অক্সিজেনের ঘাটতি মেটাতে ২২ এপ্রিল থেকে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্র।


আজ করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবনে মহারাষ্ট্র, উত্তপ্রদেশ, রাজস্থানের  মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। সূত্রের খবর, করোনা পরিস্থিতি ছাড়াও  স্বাস্থ্য পরিকাঠামো, হাসপাতালের  বেড, ওষুধ, অক্সিজেন সমস্ত কিছুর জাগান বাড়াতেই আজ এই বৈঠক করা হবে. এদিকে যেহারে বাড়ছে করোনা তাতে অক্সিজেন যোগান দিতে শিল্পক্ষেত্রগুলিতে  আপাতত কয়েকদিনের জন্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.