ষষ্ঠ দফার প্রচার শেষ আজ

উত্তর ২৪ পরগনার বাকি অংশ, নদিয়া, বর্ধমান এবং উত্তর বাংলার মালদহ বাদে বাকি অংশে ভোট আগামী বৃহস্পতিবার ২২ এপ্রিল। ইতিমধ্যে নির্বাচন কমিশনের কড়া নির্দেশ ৭২ ঘন্টা আগে প্রচার শেষ করতে হবে সোমবার অর্থাৎ আজ সন্ধ্যা ৭ টার মধ্যে প্রচার বন্ধ করতে হবে। অবশ্য সন্ধ্যা ৭ টা থেকে পরদিন সকল ১০ অবধি এমনিতেই কোনও দল প্রচার করতে পারবে না, নির্দেশ জারি রয়েছে কমিশনের। তাই সোমবার কোমর বেঁধে প্রধান দুই দলই প্রচারে নামছে।
সোমবার রাজ্যে অমিত শাহের ৪-৫ টি সভা রয়েছে। বর্ধমানে প্রচার শেষে তিনি বিমান যোগে চলে যাবেন উত্তর দিনাজপুর, শেষে দক্ষিণ দিনাজপুর জেলায়। একই ভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৭-৮ টি জনসভা করবেন। মমতা জানিয়েছেন আজ থেকে অল্প সময়ে ভাষণ দেবেন এবং মিছিল করবেন না। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এই নেতারা যত বেশি সভা করবেন তত সংক্রমণ ছড়াবে। গোষ্ঠী সংক্রমণ হয়ে গিয়েছে বলে জানা গেল বিশেষজ্ঞ মহলে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.