১৮ বছরের উপরে সবাইকে টিকা, করোনা মোকাবিলায় ঘোষণা দিল্লির

 


করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্বেকজনক পরিস্থিতি গোটা দেশে। দিনে দিনে বেড়েই চলেছে সংক্রমণ । রেকর্ড হারে বাড়ছে মৃত্যু। এমন পরিস্থিতিতে জনদরদী সিদ্ধান্ত নিল দিল্লি সরকার।  ১৮ বছরের উপরে সবাইকে দেওয়া হবে করোনার টিকা।  রাজধানীর সরকারি হাসপাতালে এই টিকা মিলবে নিখরচায়। সোমবার কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুযাল সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানান,  ১ কোটি ৩৪ লাখ টিকা কেনার ছাড়পত্র দিয়েছে দিল্লি সরকার।  টিকা হাতে এলে, যত দ্রুত সম্ভব শুরু হবে এই টিকাকরণের কাজ।  তবে বেসরকারি হাসপাতালে করোনার টিকা নিতে হলে দিল্লিবাসীকে দিতে হবে কেন্দ্রীয় সরকারের বেঁধে দেওয়া দাম।  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.