করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ‘সচেতন’ আন্দামান


সারা দেশে ভয়ঙ্কর অবস্থা করোনা সংক্রমণে। বাড়তে বাড়তে সংক্রমণ হাজারের গণ্ডি ছাড়িয়ে লাখের ওপরে চলে গিয়েছে। বিভিন্ন রাজ্যের মানুষ সংক্রামিত হচ্ছেন। এরই মধ্যে অক্সিজেন থেকে ভ্যাকসিন নিয়ে চলেছে চাপান উতোর। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল অবস্থা। এই পরিস্থিতিতে ভারতের অন্যতম পর্যটনকেন্দ্র আন্দামান অনেকটাই সংযত। আন্দামান নিকোবর দ্বীপসমূহ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ।  লেফটানান্ট গভর্নর এবং সেনা শাসনে চলে এই এলাকা। মূলত তামিল এবং বাঙালিদের বাস এখানে, পাঞ্জাবিও আছেন অনেকে। ২০২০ সালের লকডাউনকালে যথেষ্ট কড়াকড়ি ছিল, যদিও টুরিস্টদের আগমন না থাকায় পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্থ হয় আন্দামানে। ফের পুজোর সময় থেকে জমে উঠেছিল ব্যবসা বাণিজ্য। এবারে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ফের কড়া মনোভাব নিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটকের আনাগোনা বন্ধ, হোটেল আবারও বন্ধ। সরকারি অফিস খোলা থাকলেও বেসরকারি অফিস অনেকটাই বন্ধ। সপ্তাহান্তে শনি ও রবিবার সমস্ত কিছুই বন্ধ থাকছে আন্দামানের দ্বীপগুলিতে। জানা গিয়েছে ভ্যাকসিন দেওয়া চলেছে, তবে রোগীর সংখ্যাও কিছু বেড়েছে। অবশ্য দিল্লি মুম্বইয়ের তুলনায় অনেক কম তবুও সচেতন আন্দামানের বাসিন্দারা।   
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post