শিষ্য পন্থের কাছেই হার গুরু ধোনির, হার দিয়েই আইপিএল শুরু চেন্নাইয়ের

হার দিয়েই আইপিএল অভিযান শুরু করল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। শনিবার তাঁদের প্রথম ম্যাচেই হারাল দিল্লি ক্যাপিটাল। তরুণ বাঁ-হাতি ওপেনার পৃথ্বী শ দারুন খেললেন, তাঁকে যোগ্য সঙ্গত দিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ান। অপরদিকে ব্যাট হাতে ফের ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি, শূন্য রানে আউট হলেন অনামি বলার আবেশ খানের বলে। যদিও তাঁর সহকারী সুরেশ রায়না, মইন আলি এবং স্যাম কুরেন রান করায় ২০ ওভারে চেন্নাইয়ের রান পৌঁছায় ১৮৮ রানে।

 


 দীর্ঘদিন পর আইপিএলে রান পেলেন রায়না, তিনি ৩৬ বলে ৫৪ রান করেন। পাশাপাশি মইন আলি ৩৬ এবং শেষের দিকে চালিয়ে খেলে মাত্র ১৫ বলে ৩৪ রান করেন স্যাম কুরেন। ১৮৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দিল্লি ক্যাপিটাল। দুই ওপেনার শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ প্রথম উইকেটের জুটিতে তোলেন ১৩৮ রান। ফলে ম্যাচ সেখানেই বের করে নিয়েছে ক্যাপিটাল। পৃথ্বী শ করলেন ৩৮ বলে ৭২ রান আর শিখর ধাওয়ান করলেন ৫৪ বলে ৮৫ রান। অধিনায়ক ঋষভ পন্থ শেষ দিকে ১৫ রানে অপরাজিত থেকে জয়ের রান তুলে ৭ উইকেটে ম্যাচ জিতে নিলেন। ফলে গুরু ধোনিকে হারিয়ে প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করলেন শিষ্য ঋষভ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.