চেন্নাইয়ে আজ ফের নাইটদের সামনে মুম্বই ‘কাঁটা’

চলতি আইপিএলে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে চেন্নাইয়ের কাছে হেরেই আইপিএল শুরু করেছে রোহিত শর্মার মুম্বই। মঙ্গলবার দুই দলই আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। কিন্তু মুম্বইয়ের সামনে পড়লেই গুটিয়ে যায় কেকেআর। কারণ এখনও পর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে ২৭ বার মুখোমুখী লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স হেরেছে ২১ ম্যাচে। আর জিতেছে মাত্র ৬ ম্যাচে। গত আইপিএলের দুটি সাক্ষাৎকারেই হেরেছে নাইট বাহিনী। ফলে ২০২১ আইপিএল নতুন আশা নিয়েই আসরে নামতে চাইছে শাহরুখের দল। কলকাতার বিরুদ্ধে সর্বাধিক রান করেছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা, ৯৩৯ রান।

তবে এবার কলকাতার বোলিং অ্যাটাক অনেক সমৃদ্ধ। দলে রয়েছেন অজি বোলার প্যাট কামিন্স। যিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে। দলে রয়েছেন তরুণ ভারতীয় ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণ। হরভজন সিং গত ম্যাচে এক ওভার বল করলেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে মুম্বইয়ের বিরুদ্ধে। কারণ তিনি মুম্বই দলে দীর্ঘদিন খেলেছেন। অপরদিকে, ব্যাটিং লাইন আপও যথেষ্ট ব্যালান্সড কেকেআর-এর। অইন মর্গ্যান, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকরা ভালো খেলার জন্য মুখিয়ে। এখন দেখার মঙ্গলবার মুম্বই কাঁটা উপড়ে জয় ছিনিয়ে আনতে পারেন কিনা মর্গ্যান বাহিনী।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post