বিরল নজির নীতীশ রানার, জিতল KKR

 

২০২১ আইপিএলে প্রথম ম্যাচেই সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে এক বিরল নজির গড়ে ফেললেন কেকেআর-এর ব্যাটসম্যান নীতীশ রানা। রবিবার প্রথমে ব্যাট করে শাহরুখ খানের দল তোলে ১৮৭ রান। নীতীশ রানা ওপেন করতে নেমে করলেন ৮০ রান। ভালো ব্যাট করলেন রাহুল ত্রিপাঠিও।  রানা এবং ত্রিপাঠী। দু'জনে ৫০ বলে ৯৩ রান যোগ করযেন। তার ফলেই ম্যাচে জাঁকিয়ে বসে কেকেআর। শেষ দিকে দীনেশ কার্তিক মাত্র ৯ বলে ২২ রানের ইনিংস খেললেন। ফলে কেকেআর পৌঁছে যায় ১৮৭ রানে। পরে নাইটদের নিয়ন্ত্রিত বোলিং সানরাইজার্স হায়দরাবাদকে বেঁধে রাখলো। ফলে কেকেআর ম্যাচ জিতল ১০ রানে। আর এই ম্যাচে এক বিরল নজির গড়লেন করোনাজয়ী নীতীশ রানা। আইপিএলের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে রানা এক থেকে পাঁচ -  সব জায়গায় ব্যাট করেই অর্ধশতরান গড়ার নজির গড়ে ফেললেন। এই তালিকায় অপর দু'জন হলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা এবং শেন ওয়াটসন।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.