তুফানগঞ্জে আক্রান্ত ফের বিজেপি কর্মী। রবিবার তুফানগঞ্জ বালাভূত গ্রাম পঞ্চায়েতের গোপালের কুটি এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর করে. জানা যায় ,গতকাল সন্ধেবেলায় বিজেপি কর্মী ধনেশ্বর বর্মন কে বেশকয়েকজন দুষ্কৃতী ঘর থেকে টেনে বের করে অতর্কিতে হামলা চালায়। রীতিমত লোহার রড ও বাশ দিয়ে পেটাতে শুরু করে ওই বিজেপি কর্মীকে। এরপর মাথায় ও সারা শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়।
ঘটনার খবর পাওয়া মাত্র বাকি বিজেপি দলের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ধনেশ্বর বর্মনকে উদ্ধার করে তাকে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ধনেশ্বর বর্মন জানায়, এছাড়া ওই কর্মী অভিযোগ করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করে। এরপর ধনেশ্বর বর্মন আরও জানান, তার প্যান্টের পকেটে দেড় লাখ টাকা ছিল। সেই টাকাও ছিনিয়ে নেওয়া হয়। একের পর এক বিজেপি কর্মী আক্রান্ত হচ্ছে। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।
Thank You for your important feedback