বিদায়বেলায় তোপধ্বনি ছাড়াই রাষ্ট্রীয় সম্মানে শেষকৃত্য কবির

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল কবি শঙ্খ ঘোষের। পরিবারের আর্জি মেনে অবশ্য দেওয়া হল না গ্যান স্যালুট। করোনাবিধি মেনে বুধবার সন্ধ্যায় নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হল ভক্তদের চোখের জলেই। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ বাড়িতেই মৃত্যু হয়েছিল নবতিপর কবির। তিনি কোভিডে সংক্রমিত ছিলেন। তাই নিয়ম মেনে বিশেষ জ্যাকেটে মুড়েই তাঁর দেহ বাড়ি থেকে বের করে আনা হয়। এরপর দেহ নিয়ে যাওয়া হয় সল্টলেকে তাঁর ছোট ভাইয়ের বাড়িতে। এরপর সোজা নিমতলা মহাশ্মানে। নিতান্ত অনাড়ম্বর ভাবেই পঞ্চভূতে বিলীন হলেন শঙ্খ ঘোষ। 

সেইসঙ্গে শেষ হল বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় অধ্যায়ের। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শেষে করোনা থাবা বসাল তাঁর শরীরে। করোনার সঙ্গে আর লড়াই করতে পারলেন না নবতিপর কবি শঙ্খ ঘোষ। উত্তরবঙ্গে থাকা মুখ্যমন্ত্রী টুইট করে দুঃখপ্রকাশ করেন। এরপর টেলিফোনে কথা বলেন কবির পরিবারের সঙ্গে। শঙ্খ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল জগদীপ ধনকড়। কবি জানিয়েছিলেন, তাঁর শেষযাত্রা শব্দহীন হবে। সেই কথার মর্যাদা রেখেই বিদায়বেলায় তোপধ্বনি হলনা। তবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হল শেষকৃত্য। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.