ব্যারাকপুরের জন্য অতিরিক্ত একজন পুলিশ পর্যবেক্ষক



বৃহস্পতিবারই ব্যারাকপুরে ভোট। ষষ্ঠ দফার ভোটের একদিন আগেই ব্যারাকপুরের তিনটি বিধানসভা এলাকায় ব্যপক বোমাবাজি হয়। এমনকি টিটাগড় স্টেশন সংলগ্ন এলাকায় বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়। এবার আর কোনও ঝুঁকি না নিয়ে নির্বাচন কমিশন ব্যারাকপুরে একজন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল ভোটের আগের দিন। ওই পর্যবেক্ষক শুধুমাত্র ব্যারাকপুরের ঘটনা নিয়ে কমিশনকে রিপোর্ট দেবেন বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, ষষ্ঠ দফার ভোটে কয়েকটি আসন বা এলাকা ‘বিশেষ তালিকাভুক্ত’ করেছে কমিশন। যে এলাকাগুলি ভোটের দিন বা পরে গোলমালের আশঙ্কা রয়েছে সেই জায়গাই ‘বিশেষ তালিকাভুক্ত’ করেছে কমিশন। জানা যাচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি আসন এই বিশেষ তালিকায় রয়েছে। 

সেগুলির মধ্যে অন্যতম ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, বীজপুর, স্বরূপনগর, আমডাঙা। তেমনই রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম, ভাতার, নদিয়ার করিমপুর, নাকাশিপাড়ার মতো বিধানসভা আসনগুলি। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, সে সমস্ত জায়গাগুলিতে পূর্বে গোলমাল হয়েছে বা গত ভোটে গোলমাল হয়েছে বা এবার ভোট ঘোষণার পরও গোলমাল হচ্ছে সেই এলাকাগুলিই বিশেষ তালিকাভুক্ত করেছে কমিশন। তবে কমিশনের মাথাব্যাথা ব্যারাকপুর নিয়েই। মঙ্গলবারই এক ভিডিও কনফারেন্সে মুখ্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিলেন ব্যারাকপুরে কড়া নিরাপত্তায় ভোট করাতে। এরপরই শুধুমাত্র ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জন্য একজন অতিরিক্ত পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। 

ছবি প্রতিকী...

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post