‘কোনও বিধিভঙ্গ করিনি’, সিআরপিএফ-ইস্যুতে মমতার জবাব কমিশনকে

কেন্দ্রীয় বাহিনী (সিআরপিএফ) যদি গোলমাল পাকায় তবে তাঁদের ঘেরাও করুন কোচবিহারের জনসভা থেকে মহিলাদের এই নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে তাঁকে শো-কজ করেছিল নির্বাচন কমিশন। এর জবাব দিলেন তৃণমূলনেত্রী। কমিশনকে দেওয়া শো-কজের জবাবে তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিআরপিএফ)-র প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। দেশের সুরক্ষা এবং নিরাপত্তায় তাদের অবদান খুব উঁচুতে’। পাশাপাশি এও উল্লেখ করলেন, রামনগর এক বাচ্চা মেয়েকে শ্লীলতাহানি করে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। যার অভিযোগ কমিশনে এবং থানায় দায়ের করা হয়েছিল। কমিশনের দেওয়া চিঠির জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন সেই ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। অপরদিকে সেদিনের জনসভার ভাষণের একটা অংশ তুলে ধরে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আক্ষরিক অর্থে তিনি সকলে ঘেরাও করতে বলেননি। মমতার ব্যাখ্যা, জনসভাতেই তিনি মহিলাদের বলেছিলেন, প্রয়োজন বুঝলে গ্রামে আসা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলে তাঁদের আটকাতে। আক্ষরিক ভাবে ঘেরাও কথার কথা বলেননি। সেই সঙ্গে তিনি লিখেছেন, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)-এর প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছি। অর্থাৎ মুখ্যমন্ত্রীর দাবি, তিনি কোনও আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেননি।


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.