জিআরপি-র তৎপরতায় বারুইপুর প্ল্যাটফর্মেই সন্তানের জন্ম দিলেন মহিলা

রোজ বন্দুক কিংবা লাঠি হাতে দুষ্কৃতীদের সামলাতে হয়, আজ অন্য ভুমিকায় পুলিশ। তাঁদের সহযোগিতাতেই স্টেশনের প্লাটফর্মে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হল শনিবার। সেইসঙ্গে দেখা গেল বারুইপুর রেল পুলিশের মানবিক মুখও। রেল পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ট্রেনের মধ্যেই প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন সন্তানসম্ভবা এক মহিলা। খবর পেয়েই বারুইপুর স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু ওই মহিলাকে স্ট্রেচারে করে প্ল্যাটফর্মে নামানোর পরই এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার মাধবপুরের বাসিন্দা সুভাষ মন্ডল পেশায় স্কুল শিক্ষক। তিনি তাঁর গর্ভবতী স্ত্রী পূজা মন্ডলকে নিয়ে আপ লক্ষীকান্তপুর ট্রেনে উঠেছিলেন শনিবার সকালে। তাঁরা আসছিলেন কলকাতার শিশু মঙ্গল হাসপাতালে চিকিৎসা করাতে। কিন্তু ট্রেনটি বারইপুর স্টেশন ঢোকার আগেই প্রসব যন্ত্রণায় ছটফট শুরু করেন ওই মহিলা রেলযাত্রী। কামরাতেই থাকা নিত্যযাত্রীরা খবর দেন বারুইপুর জিআরপিতে।

 ট্রেনটি স্টেশনে ঢুকতেই বারুইপুর জিআরপি-র ওসি অর্ণব দত্তের উদ্যোগে মহিলা পুলিশকর্মীরা পৌঁছে যান ওই কামরায়। অন্যদিকে স্টেশন মাস্টারকে খবর দেওয়া হয় ট্রেনটিকে দাঁড় করিয়ে রাখার জন্য। তারপর প্রসব যন্ত্রণায় কাতরানো ওই মহিলা রেলযাত্রীকে স্ট্রেচারে করে নামানোর পরই প্ল্যাটফর্মের ওপরেই এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। দ্রুততার সঙ্গে ওই সদ্যজাত এবং তাঁর মাকে স্ট্রেচারে করে পাঠানো হয় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই লেবার রুমে চিকিৎসা চলছে মা ও সদ্যজাতের। তবে দুজনেই সুস্থ আছেন বলে জানানো হয়েছে হাসপাতাল থেকে। অপরদিকে সদ্য বাবা হওয়া শিক্ষক সুভাষ মণ্ডল বারুইপুর জিআরপি-র মানবিকতায় উচ্ছ্বসিত, তিনি ধন্যবাদ জানিয়েছেন পুলিশকর্মীদের।  

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.