এই রাজ্যে মাস্ক না পড়লে জরিমানা এবার ১০,০০০ টাকা!

মুখ্যমন্ত্রী নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এই রাজ্যেও করোনার হার ক্রমশ উর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশে এবার মাস্ক না পড়ে ধরা পড়লে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সূত্রের খবর, যোগী আদিত্যনাথের রাজ্যে প্রথমবার মাস্ক ছাড়া ধরা পড়লে গুণতে হবে ১০০০ টাকা জরিমানা। কিন্তু পরবর্তী সময় মাস্ক ছাড়া ধরা পড়লেই জরিমানার পরিমান বাড়বে দশ গুণ। অর্থাৎ জরিমানা হবে ১০ হাজার টাকা। এছাড়াও উত্তরপ্রদেশ সরকার এবার করোনা সংক্রমণে রাশ টানতে রবিবার করে লকডাউন ঘোষণা করল। শনিবার রাত ৮ থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত চলবে লকডাউন। 

 

এই সময়কালে জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত কিছুই। সেই সময় রাজ্যজুড়েই চলবে স্যানিটাইজিং এবং সাফাই অভিযান। এদিন করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে জানিয়েছেন। ‘উত্তরপ্রদেশের লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর নগর, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাজ, মেরঠ ও গোরখপুরের মতো ১০টি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি। তাই এই জেলাগুলিতে রাত ৮ থেকে সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে নৈশ কার্ফু’। প্রতিনিয়ত বাড়তে থাকা করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে বেশ কড়া পদক্ষেপই নিল উত্তরপ্রদেশ সরকার।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.