দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন ইয়েদুরাপ্পা

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা দ্বিতীয়বার কোভিড সংক্রমিত হয়েছেন। এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েছে দেশের চিকিৎস্য মহল। শুক্রবারই কর্নাটকের মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই খবর জানানো হয়েছে। প্রথমবার গত বছর অগাস্ট মাসে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন ইয়েদুরাপ্পা। ওই সময়ে মুখ্যমন্ত্রীর শরীরে সংক্রমণ ছাড়া আর অন্য কোনও সমস্যা ছিল না। ফলে নিজেকে গৃহবন্দী করে রেখে চিকিৎসা চালিয়েছিলেন। এরপর তিনি কয়েকদিন আগেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই ফের তিনি করোন সংক্রমিত হলেন। ফলে প্রশ্ন উঠে গিয়েছে যে একজন মুখ্যমন্ত্রী এতটা সাবধানে থাকা সত্বেও এবং টিকা নেওয়ার পর ফের কি ভাবে সংক্রামিত হলেন? মুখ্যমন্ত্রীর যদি এই অবস্থা হয় তবে আম নাগরিকের কি হবে? এবারে কিন্তু ইয়েদুরাপ্পা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর শ্বাসকষ্ট ছিল এবং জ্বরও হয়েছিল। বয়সজনিত কারণ এবং কো-মর্বিডিটি থাকায় তাঁকে রামায়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শুক্রবার তাঁর সরকারি আধিকারিকদের সাথে বৈঠকের কথা ছিল যা বাতিল করতে হয়।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.