বাংলা নববর্ষের সকালে রাজ্য তথা বিশ্বের সকল মানুষকে টুইটের মাধ্যমে শুভেচ্ছে বার্তা জানালেন,প্রধানমন্ত্রীনরেন্দ্রা মোদী। কটি টুইটে তিনি প্রোটোকল মেনে সকলের সুখ এবং সমৃদ্ধি কামনা করলেন। আবার আরেকটি টুইটে উঠে এল রাজনীতির কথা। একটি ভিডিও পোস্ট করে নতুন বাংলা গড়ার বার্তা দিলেন। দিলেন পরিবর্তনের ডাক। সাতসকালে ফেসবুকে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা অন্যদিকে টুইট শুভেচ্ছা জানালেন রাজ্যবাসীকে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকল রাজ্যবাসীকে সুস্থভাবে ও সচেতন থাকার বার্তা দিলেন।
পুণ্যভূমি পশ্চিমবঙ্গে নববর্ষে নতুনের সূচনা হোক, রাজ্য প্রগতির পথে এগিয়ে যাক ! pic.twitter.com/pioL9mn5ik
— Narendra Modi (@narendramodi) April 15, 2021
Post a Comment
Thank You for your important feedback