করোনাই প্রাণ কাড়ল কবি শঙ্খ ঘোষের স্ত্রীর

মাঝখানে ব্যবধান আটদিনের। সেই করোনাই প্রাণ কাড়ল কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমাদেবীর। বৃহস্পতিবার নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন করোনা আক্রান্ত প্রতিমা ঘোষ। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। আট দিন আগেই প্রয়ান হয়েছিল কবি শঙ্খ ঘোষের। তিনিও করোনা আক্রান্ত ছিলেন। এবার তাঁর স্ত্রী প্রতিমা ঘোষের মৃত্যুও হল করোনা আক্রান্ত হয়ে। তিনি বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। কবির মতো তিনিও শিক্ষাবিদ ও সাহিত্যিক ছিলেন। বিদ্যাসাগর মর্নিং কলেজে অধ্যাপনা করার পাশাপাশি বহু বইও লিখেছিলেন প্রতিমাদেবী। বয়সজনিত কারণে শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজন ছিল প্রতিমাদেবীর। এতটাই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল যে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতিও ছিল না। ফলে বাড়িতেই চিকিৎসা চলছিল। এরওপর তিনি করোনায় আক্রান্ত হন। ফলে সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.