৭০-এর নকশাল আন্দোলনের চিত্র ফিরল কলকাতায়

একটা সময়ে ছিল যখন নকশাল আন্দোলনে অস্থির ছিল উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চল। বিধান সরণি থেকে মানিকতলা, বেলেঘাটা ইত্যাদি অঞ্চলে বোমাবাজি থেকে অস্থিরতা, নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। বৃহস্পতিবার অষ্টম দফা তথা শেষ পর্বে সেই ঘটনাই ফিরে এল যেন। বেশ কয়েকজন নামজাদা তৃণমূল নেতারা এই অঞ্চলেই দাঁড়িয়েছেন। সাধন পান্ডে, পরেশ পাল, শশী পাঁজা বিবেক গুপ্ত ইত্যাদি। আবার বিজেপির তরফে  কল্যাণ চৌবে, মীনাদেবী পুরোহিতের মতো প্রার্থীরাও দাঁড়িয়েছেন | এদিন ভোট শুরুর পর সকাল থেকেই এলাকাগুলিতে গরম হওয়া। মারামারি থেকে বোমাও পড়ল কয়েকটি এলাকায়। উত্তর কলকাতা একসময় এসব দেখে অভস্ত্য ছিল। কিন্তু আজকের প্রজন্ম কিন্তু এসব গল্পই শুনেছে, আজ দেখল।    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.