প্রাণ হাতে অন্ধ মায়ের সন্তানকে বাঁচিয়ে পুরস্কারের অর্ধেক তাঁকেই দিলেন রেলকর্মী

নিজের প্রাণের মায়া ত্যাগ করেই কার্যত এক শিশুকে প্রাণে বাঁচিয়েছিলেন রেলকর্মী ময়ুর শিলকে (Mayur Shilke)। তাঁর সাহসীকতার হাড়হিম করা ভিডিও শেয়ার করেছিলেন সয়ং রেলমন্ত্রী পীয়ুষ গয়াল। পরে তাঁকে ৫০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করে রেল কর্তৃপক্ষ। এবার আরও বড় মহৎ মানসিকতার পরিচয় দিলেন রেলের পয়েন্টসম্যান ময়ুর শিলকে। তাঁর প্রাপ্ত পুরস্কার মূল্যের অর্ধেক ওই শিশুটির পরিবারকেই দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। পাশাপাশি যারাই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন, তাঁদেরকেও ওই শিশুটির পরিবারকে সাহায্য করার আবেদন করছেন ময়ুর। 


রেল সূত্রে জানা গিয়েছে, গত শনিবার মুম্বইয়ের কাছে থানের ভানগানি স্টেশনে দুরন্ত গতিতে ছুটে আসা একটি এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে যায় এক শিশু। তাঁর মা অন্ধ থাকায় তিনিও কিছু বুঝে উঠতে পারছিলেন না। সেই সময় দেখা যায় রেল লাইন ধরেই পতাকা হাতে ট্রেনের উল্টো দিক থেকে ছুটে আসেন রেলকর্মী ময়ুর শিলকে। কোনও রকমে ওই শিশুকে তুলে প্ল্যাটফর্মে ছুড়ে দেন এবং শেষ মুহূর্তে তিনি নিজেও প্ল্যাটফর্মে উঠে পড়েন। প্রায় সঙ্গে সঙ্গেই দুরন্ত গতিতে ওই লাইন দিয়ে চলে যায় এক্সপ্রেস ট্রেনটি। স্টেশনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই হাড়হিম করা ভিডিও, যা পরে সোশাল মিডিয়ায় শেয়ার করেন রেলমন্ত্রী পীয়ুষ গয়াল।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.