করোনার জের, সোমবার থেকে কমছে মেট্রোর সংখ্যা

 

২০২০ সালের থেকেও ভয়াবহ পরিস্থিতি ২০২১ সালে। এবারও আরও ভয়ানক আকার নিয়েছে করোনা সংক্রমণ। তবে এখনই লকডাউনের মতো কড়া সিদ্ধান্ত নিতে নারাজ কেন্দ্র বা রাজ্য সরকার। কিন্তু সাধারণ মানুষের অবাধ যাতায়াতে রাশ টানতে উদ্যোগী হল কলকাতা মেট্রো। অপরদিকে একাধিক রেলকর্মীর করোনা সংক্রমণেও চাপ বাড়ছে রেলের ওপর। সবমিলিয়ে ফের মেট্রোর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। ঠিক হয়েছে আগামী সোমবার থেকে দিনে ২৫৮টি মেট্রোর পরিবর্তে চালানো হবে ২৩৮টি ট্রেন। তবে মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন, করোনার বাড়বাড়ন্তের পর এমনিতেই যাত্রীর সংখ্যা অনেকটা কমেছে। তাই কমানো হল মেট্রোর সংখ্যা। তবে মেট্রোযাত্রীদের একাংশ বলছেন, লোকাল ট্রেনের সংখ্যা কমলে মেট্রোতেও যাত্রী চাপ কমে যায়। প্রসঙ্গত, বিগত কয়েকদিন রেলকর্মীদের মধ্যে করোনা সংক্রমণের জন্য বেশ কয়েকজোড়া লোকাল ট্রেন বাতিল করতে হচ্ছে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া শাখায়।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.