করোনা টিকার অপ্রতুলতা। জায়গায় জায়গায় দীর্ঘ লাইন আমজনতার। প্রথম ডোজ নেওয়ার পর নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও মিলছে না দ্বিতীয় ডোজ। যা নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ। আর উদ্বেগের মাঝেই রাশিয়ার‘স্পুটনিক ভি’ ভ্যাকসিন নিয়ে শোনা গেল আশার কথা। রাশিয়ার ভারতীয় রাষ্ট্রদূত বালা ভেঙ্কটেশ বর্মা বৃহস্পতিবার জানান, আগামী মাসের গোড়া থেকেই ভারত সরকার দেশের জনগনকে স্পুটনিক ভি নামক কোভিডের টিকা দেওয়া শুরু করতে পারবে।
ইতিমধ্যে গত ১২ এপ্রিল জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’ স্পুটনিক ভি ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়। ভারত সহ বিশ্বের মোট ৬০টি দেশের ৩০০ কোটি মানুষককে এই ভ্যাকসিন দেওয়া যাবে বলে জানিয়েছে রাশিয়া। তাই বিপুল জনসংখ্যার এই দেশের মানুষ স্পুটনিক ভি-র সুবিধা কতটা পাবে তা নিয়ে সংশয় থেকেই যায়।
Thank You for your important feedback