কোভিডে প্রয়াত তৃণমূলের বিদায়ী বিধায়ক নির্মল মণ্ডল



করোনার ফের মৃত্যু হল তৃণমূলের বিদায়ী বিধায়কের। মারা গেলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক নির্মল মণ্ডল। বয়স হয়েছিল ৮১ বছর। শুক্রবার দুপুরে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে মারা যান তিনি। করোনায় আক্রান্ত হওয়ার ২৮ এপ্রিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । পরেরদিনই তাঁকে স্থানান্তরিত করা হয় এমআর বাঙুর হাসপাতালে।

বয়সের কারণে এ বার বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি দল। ২০১১ এবং ২০১৬ সালে নির্মল মন্ডল জয় পান বারুইপুর পূর্ব কেন্দ্রে। নির্মলবাবুর অনুগামীদের অভিযোগ, টিকিট না পেয়েই কিছুটা অভিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। আর কিছুদিনের মধ্যেই কোভিডে আক্রান্ত হন।

এর আগেই করোনায় মৃত্যু হয় সদ্য বিজেপি-তে যোগ দেওয়া তেহট্টের তৃণমূল বিধায়ক গৌরীশঙ্কর দত্তের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহেরও।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post