মমতার পায়ে চোট কিভাবে? সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ করার পরই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভোট প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। তাঁর পায়ে কিভাবে চোট লাগলো সেটার কারণ জানতে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। শুক্রবার সেই মামলা খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের কিভাবে চোট লাগে এবং সেদিন নন্দীগ্রামে ঠিক কি হয়েছিল জানতেই সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন দাবি করেই সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন বিনায়ক শর্মা নামে এক আইনজীবী। এদিন প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দিলেন। বরং মামলাকারীর আইনজীবীকে আবেদন প্রত্যাহার করে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, গত ১০ মার্চ নন্দীগ্রামে আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন এই ঘটনার রিপোর্ট তলব করেছিল। রিপোর্টে যদিও কোনও ষড়যন্ত্রের উল্লেখ ছিল না, বরং দুর্ঘটনাই আঘাতের কারণ বলে রিপোর্টে উল্লেখ ছিল। এই ঘটনার একমাস পরও সরগরম রাজ্য রাজনীতি। এখনও পায়ে ব্যান্ডেজ বেঁধেই সারা রাজ্য ঘুরছেন তৃণমূল নেত্রী।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.