শনিবার সকালে খড়গপুর শাখায় রেল লাইনে মেরমতি করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন রেলকর্মীর। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছেই ডুঁয়া এবং বালিচক স্টেশনের মাঝে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ফলকনুমা এক্সপ্রেসের ধাক্কায় এই ঘটনা ঘটে। তিনজনই রেলের গ্যাংম্যান ছিলেন। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও একজন গ্যাংম্যান। মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রক উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন সকালে ডুঁয়া এবং বালিচক স্টেশনের মাঝে রেলের আপ লাইনে মেরামতির কাজ চলছিল। সেসময় আচমকাই ওই লাইনে চলে আসে দ্রুতগতির ফলকনুমা এক্সপ্রেস। ফলে কর্তব্যরত রেলের গ্যাংম্যানরা আর সরে দাঁড়ানোর সুযোগ পাননি। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিনজনের। কিভাবে কাজ চলাকালীন এভাবে দ্রুতগামী ট্রেন ওই লাইনে চলে এল সেটা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। কার গাফিলতি বা সিগন্যালিং গন্ডোগোল ছিল কিনা জানতেই তদন্ত হবে। রেল সূত্রে জানানো হয়েছে, মৃতরা হলেন, বাপি নায়েক (খড়গপুর), নৃপেন পাল (খড়গপুর) এবং মানিক মণ্ডল (কোলাঘাট)। আহতের নাম কিষাণ দেশড়া বাড়ি ডেবরায়। দুর্ঘটনার খবর পেয়েই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান।
Post a Comment
Thank You for your important feedback