কোনও কারচুপি হয়নি ভোটে, তাই নন্দীগ্রামে পুননির্বাচন নয়

নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী সামান্য হলেও ভোট বেড়েছে নন্দীগ্রামে। তাই নন্দীগ্রামে পুননির্বাচনের দাবি খারিজ করল নির্বাচন কমিশন। উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বয়ালে ৭ নম্বর বুথে তৃণমূল নেত্রী তথা প্রার্থী ২ ঘন্টার বেশি সময় ধরনা দিয়েছিলেন। সেই কারণে ওই বুথে ২ শতাংশ কম ভোট পড়েছে, এই মর্মে কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি। কিন্তু সবদিক খতিয়ে দেখে কমিশন জানিয়ে দিল নন্দীগ্রামে সার্বিক ভোট এবার বেড়েছে। গত বিধানসভায় যেখানে নন্দীগ্রামে ৮৭.১৪ শতাংশ ভোট পড়েছিল, এবার সেখানে ৮৮য০১ শতাংশ ভোট পড়েছে। তাই কম ভোটের তত্ত্ব মানতে নারাজ কমিশন। পাশাপাশি তাঁরা এও জানিয়ে দিয়েছে, নন্দীগ্রামের কোনও বুথেই ভোট বন্ধ হয়নি। কোনও কারচুপিও হয়নি।

 

 দুই বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও বিবেক দুবের পাঠানো রিপোর্টেও সেরকম কোনও উল্লেখ নেই। নন্দীগ্রামে অত্যন্ত সাবধানতার সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনাও এবার ঘটেনি। তাই এখানে কোনও বুথেই পুননির্বাচনের সম্ভবনা নেই বলে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। নন্দীগ্রামে ভোট মিটতেই কৌশলী নীতি নিয়েছিলেন বিজেপি নেতারা। তাঁদের দাবি ছিল, তৃণমূল প্রার্থী একটি বুথে ২ ঘন্টা বসেছিলেন। সেই সময় ভোটের হার কমে যায়, প্রায় ২ শতাংশ ভোট কম পড়েছে। কিন্তু সবদিক স্ক্রুটিনির পর কমিশন সেই অভিযোগ খারিজ করে দিল। এখন দেখার আগামী ২ মে কে জয়ী হন।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post