দ্বিতীয় দফাতেও বিপুল উৎসাহ, বিকেল ৫টা পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট বঙ্গে


বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চার জেলার ৩০টি আসনে মোট ৮০.৪৩ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনের অ্যাপ অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোট চলছে দ্বিতীয় দফায়। এরমধ্যে সবচেয়ে আলোচিত আসন হল নন্দীগ্রাম। হাইভোল্টেজ এই বিধানসভায় ভোট পড়েছে ৮০.৭৯ শতাংশ। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী  বিকেল ৫টা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় ভোট পড়েছে ৮১.২৩%, পশ্চিম মেদিনীপুরে ৭৮.০৫%, বাঁকুড়ায় ৮২.৭৮% এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৯.৬৬% ভোট পড়েছে। প্রচন্ড দাবদাহে চলছে ভোট। গরম এবং করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত হবে ভোটগ্রহন। 


এবার দেখে নেওয়া যাক বিভিন্ন আসনে কোথায় কত শতাংশ ভোট হল—
বাঁকুড়া -


বাঁকুড়া- ৭২.৮৬%
বড়জোরা- ৮২.০০%
বিষ্ণুপুর- ৮২.৯৫%
ইন্দাস- ৮৬.৫৭%
কোতলপুর- ৮৭.২১%
ওন্দা- ৮৩.৪৭%
সোনামুখী- ৮৫.০৯%
তালডাংরা- ৮৩.২০%

পশ্চিম মেদিনীপুর-


চন্দ্রাকোনা- ৮৬.২৮%
দাসপুর- ৭১.২০%
ডেবরা- ৮৩.১০%
ঘাটাল- ৭৬.২৯%
কেশপুর- ৮২.২৪%
খড়্গপুর সদর- ৬৮.৩৩%
নারায়ণগড়- ৭৪.০০%
পিংলা- ৭৯.৫০%
সবং- ৮১.২৩%

পূর্ব মেদিনীপুর-


চণ্ডীপুর- ৮১.১৫%
হলদিয়া- ৮০.৪৫%
মহিষাদল- ৮১.৯৩%
ময়না- ৮১.৫৬%
নন্দকুমার- ৮২.৩৬%
নন্দীগ্রাম- ৮০.৭৯%
পাঁশকুড়া পশ্চিম- ৮১.৬৭%
পাঁশকুড়া পূর্ব- ৮০.৯৫%
তমলুক- ৮০.২৩%

দক্ষিণ ২৪ পরগনা- 


গোসাবা- ৭৯.৮৫%
কাকদ্বীপ- ৭৬.১৭%
পাথরপ্রতিমা- ৮৬.৩৯%
সাগর- ৭৬.২০%

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post