বেলা বাড়তেই উত্তেজনা দ্বিতীয় দফার ভোটে। পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভার বিজেপি প্রার্থী প্রীতিশরঞ্জন কুয়ারের উপর হামলা হল। তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে ধরে ব্যাপক ইটবৃষ্টি চলে। প্রায় ৫০-৬০ জনের একটি দল বাঁশ, লোহার রড, লাঠি দিয়ে হামলা চালায় বলে দাবি বিজেপির। একাধিক সংবামাধ্যমের গাড়ির উপরও হামলা চালানো হয়েছে। তবে প্রীতিশরঞ্জন কেমন আছেন, সেটা জানা যাচ্ছে না। সেই সংক্রান্ত কোনও খবর মেলেনি। তবে এই ঘটনায় জখম হয়েছেন তাঁর গাড়ির চালক। ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত মহিলা সহ বেশ কয়েকজনকে আটক করেছে কেন্দ্রীয় বাহিনী। গোটা ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি।
Post a Comment
Thank You for your important feedback