আক্রান্ত সিএন-এর সাংবাদিকরা, দাঁড়িয়ে দেখল পুলিশ

বীরভূমে খবর করতে গিয়ে ফের আক্রান্ত হল সিএন নিউজের প্রতিনিধিরা। সোমবার হাঁসন বিধানসভা কেন্দ্রের মাড়গ্রামে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। সন্ধ্যার দিকে তাঁর মিছিলে হামলা চালায় একদল দুষ্কৃতী। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় সিএন নিউজের প্রতিনিধিরা। সেই সময়ই আচমকা ২০-২৫ জন তৃণমূল কর্মী সমর্থক সিএন নিউজের সাংবাদিক সায়ন্তন ভট্টাচার্য এবং চিত্র সাংবাদিক পার্থ প্রতিম রায়কে ঘিরে ধরেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা ছিল। ব্যপক মারধোর করা হয় সিএন-এর দুই প্রতিনিধিকে। তাঁদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে দুজনের। 

ঘটনাস্থলে কয়েকজন পুলিশ কর্মী থাকলেও তাঁরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। সাহায্যের জন্য পুলিশকর্মীরা এগিয়ে আসেননি। সিএন-এর দুই প্রতিনিধি কোনও রকমে একটি বাড়িতে ঢুকে প্রাণ রক্ষা করেন।  হাঁসনের মাড়গ্রামে বিজেপির প্রচার মিছিলে আচমকা হামলা চালায় কয়েকশো তৃণমূল কর্মী। ওই ঘটনার খবর করতে গিয়েই আক্রান্ত হতে হল সিএন নিউজকে। ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলেই ধরনায় বসেন ভারতী ঘোষ। পরে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বিজেপির দাবি, তাঁদের বহু কর্মী নিখোঁজ। বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনায় বিরোধী দলের নেতৃত্ব উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও গোটা ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি শাসকদলের নেতারা।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.