নন্দীগ্রামে শুভেন্দুর কনভয়ে হামলা, ইটে ভাঙা হল গাড়ির কাঁচ

এবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনা ঘটল। বৃহস্পতিবার ভোট চলাকালীনই তাঁর কনভয়ে হামলা হয়েছে। এদিন নন্দীগ্রামের ১ নম্বর ব্লক লাগোয়া ২ নম্বর ব্লকের সাতেঙ্গাবাড়ি এলাকায় শুভেন্দুর কনভয় যাওয়ার সময় ইট-পাথর ছোড়া হয়েছে। সেই সঙ্গে ‘গো-ব্যাক’ স্লোগানও তুলেন তৃণমূল কর্মী সমর্থকরা। গোটা ঘটনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী। তবে শুভেন্দু গাড়ি থেকে নেমে আসেন। যদিও তাঁর গাড়িতে কিছু না হলেও কনভয়ে থাকা অন্য একটি গাড়ির সামনের কাঁচ ভেঙেছে। পরে শুভেন্দু বলেন, ‘আমার গাড়িতে কিছু হয়নি। রোজ হামলা হয়। আমার অভ্যাস হয়ে গিয়েছে। সংবাদমাধ্যম সবই দেখেছে’। প্রসঙ্গত, নন্দীগ্রামে ১৪৪ ধারার মধ্যেই ভোট হচ্ছে। এরমধ্যেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসছে। এদিন সকালেও নন্দীগ্রামের সোনাচূড়া ও কালীচরণপুর গ্রামে বোমাবাজির অভিযোগ উঠেছে। আবার ভেকুটিয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর বেলা ১২টা নাগাদ খোদ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কনভয়েই হামলা হল। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.