লকেটের পর পায়েলের উপরও হামলা, ভাঙচুর গাড়ি, আটক তিন

চতুর্থ দফার ভোটে উত্তেজনা ছড়াল এবার খাস কলকাতায়। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকারের উপর হামলার ঘটনা সামনে এল। পাশাপাশি তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। হামলার সময় গাড়িতেই ছিলেন পায়েল। তবে, তিনি অক্ষতই রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনার জেরে ব্যপক উত্তেজনা ছড়ায় বেহালা অঞ্চলে। ঘটনার পর বিজেপি প্রার্থী জানান, তিনি গাড়িতে যাচ্ছিলেন, সেই সময় আচমকাই গাড়ির কাঁচ ভাঙার আওয়াজ পেয়ে চালক গাড়ি থামিয়ে দেন। দেখা যায় পিছনের কাঁচ ভেঙে গিয়েছে। তখনই বুঝতে পারি যে আমার গাড়ির ওপর হামলা হয়েছে। তবে আমি দেখতে পাইনি, শুনলাম কয়েকজন বাইকে চেপে হামলা চালিয়েছে। তিনি জানান, হামলার ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনা নিয়ে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় জানান, পায়েলকে কেন মারছে জানি না। আমায় তো কেউ মারছে না। আমি তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করছি না। মল্লিকপুরে কী হয়েছে জানা নেই। যদিও এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.