আজই শিলিগুড়ি পৌঁছে যাচ্ছেন মমতা

শীতলকুচি কেন্দ্রে আজ সকালে ৫ জনের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে। তৃণমূল কাঠগড়ায় দাঁড় করেছে অমিত শাহকে, কারণ গুলি চালিয়েছে সেন্ট্রাল ফোর্স। এটি যে রাজীনীতিতে প্রবেশ করবে এবং সেটিকে নিয়ে আন্দোলনে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় তা আর বলার অপেক্ষা রাখে না। কথা ছিল রবিবার মমতা কোচবিহার যাবেন কিন্তু সব কাজ ফেলে আজই শিলিগুড়ির বিমানে উঠে গেলেন তৃণমূলনেত্রী। বিকেল ৫ টাতে তিনি শিলিগুড়ির 'সিনড্রেলা' হোটেলে সাংবাদিক বৈঠক করবেন, তারপর  চলে যাবেন শীতলকুচিতে।             
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.