জমজমাট লড়াই দুই বেহালায়

বেহালার শুরু নিউ আলিপুর থেকে শেষ জোকা ছাড়িয়ে। মস্ত বড় এলাকা, ফলে দুই ভাগে ভাগ করতে হয়েছে বিধানসভাকে, পূর্ব ও পশ্চিম। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে বেহালা পূর্বে দাঁড়িয়েছেন টলি অভিনেত্রী পায়েল সরকার এবং আরেক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন বেহালা পশ্চিমে। বেহালা পশ্চিম তৃণমূলের দখলে রয়েছে দীর্ঘদিন এবং বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন থেকেই জিতে আসছেন। অন্যদিকে বেহালা পূর্বে ২০১১-র আগে অবধি সিপিএমের দখলে ছিল, পরে জিতে আসেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যান, এবং সম্প্রতি বিজেপির সঙ্গও ত্যাগ করেছেন। তবে এবারে বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়। লড়াই কঠিন বলেই বিজেপি দুই গ্ল্যামারাস অভিনেত্রীকে এখানে দাঁড় করিয়েছে। মোদি হাওয়াতেও ২০১৯ সালে এই দুই কেন্দ্রে তৃণমূল ভালো ভোটে এগিয়েছিল। বেহালা পূর্বে এগিয়ে ১৫,৮৫৮ ভোটে এবং বেহালা পশ্চিমে এগিয়ে ১৬,১৬৫ ভোটে। এই দুই কেন্দ্রেই সিপিএমের ভালো ভোট আছে। বিজেপি সিনেমার অভিনেত্রী এবং সিপিএম দুই দিকে জোর দিয়েছে।       
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.