দফা সাত: মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

সোমবার সপ্তম দফার ভোট শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এরমধ্যে মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনা সামনে এল। এদিন ভোট শুরু হওয়ার পর রানিনগর বিধানসভার বিজেপি প্রার্থী মাসুহারা খাতুন বুথ পরিদর্শনে বের হন। রানিনগরের ১৭৬ নম্বর বুথের কাছে পৌঁছলে তাঁর গাড়ি লক্ষ্য করে লাঠি, রড নিয়ে হামলা চালানো হয় বলেই অভিযোগ। বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়েও তাঁকে বেশ কিছু ক্ষণ আটকে রাখা হয় বলে অভিযোগ করেছেন তিনি।  বিজেপি প্রার্থী মাসুহারা খাতুনের আরও অভিযোগ, পুলিশকে জানালেও কোনও ফল হয়নি, উল্টে বাহিনী সেখান থেকে চলে যায়। দীর্ঘক্ষণ তিনি সেখানে আটকে থাকেন।

তবে তৃণমূলের তরফে গোটা ঘটনা অস্বীকার করা হয়েছে। রানিনগরের আরও কয়েকটি বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রানিনগর বিধানসভার ২১৬ নম্বর বুথের মহিলা ভোটারদের বাড়ি থেকে বার হতে এবং ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ  সবক্ষেত্রেই অভিযোগের তির শাসকদলের দিকে। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post