বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে শুধুই CAA লাগু, NRC নয়: কৈলাশ বিজয়বর্গীয়


রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে শুধুই CAA লাগু করা হবে বলে দাবি করলেন সর্বভারতীয় বিজেপি নেতা তথা রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি জানিয়ে দিয়েছেন, মানুষকে ভুল বোঝাতেই NRC নিয়ে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি আরও বলেছেন, রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি সরকার যে NRC লাগু করবে না সেটা আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। তবে ক্ষমতায় এসে বিজেপি সরকার অবশ্যই CAA লাগু করবে। এতে উপকৃত হবেন প্রায় আড়াই কোটি মানুষ। কৈলাসের কথায়, পড়শি দেশ থেকে যারা ধর্মীয় বা অন্য কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করতে বিশেষ পদক্ষেপ নেবে। অনুপ্রবেশের কারণে কাজের সুযোগ হারাচ্ছেন বহু মানুষ। প্রসঙ্গত, মতুয়াদের দীর্ঘদিনের দাবি ছিল নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA লাগু করার। এবার রাজ্য বিজেপির সংকল্পপত্রেও CAA নিয়ে প্রতিশ্রুতি রয়েছে। কৈলাশ বিজয়বর্গীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ফের সেই প্রসঙ্গে এই মন্তব্য করলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.