মিঠুনের পাল্টা কি তবে জয়া?

 

 

 

 

 

বাংলায় তৃণমূলের হয়ে এই প্রথমবার প্রচারে নামবেন বিগ-বি জায়া জয়া বচ্চন। রবিবারই তিনি কলকাতায় এসে পৌঁছন। আজ থেকেই রাজ্যের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রচার করবেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। তিনি কলকাতায় পা রাখতেই উচ্ছসিত তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল সূত্রে খবর, তাঁর প্রচার শুরু হবে টলিপাড়া থেকেই। টালিগঞ্জে তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে তিনি প্রচার করবেন। বলা যায় টলিপাড়ায় আকর্ষণ বাড়াতেই প্রচার মুখ হিসেবে তৃণমূল রাখছে বর্ষীয়ান সাংসদ তথা বলি অভিনেত্রী জয়া বচ্চনকে। অন্যদিকে আরও বেশ কয়েকটি কেন্দ্রে প্রচার সারবেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে একদিকে টলিপাড়ার বহু অভিনেতা-অভিনেত্রীরা যোগ দিয়েছেন তাঁদের বিভিন্ন রাজনৈতিক দলে। কেউ কেউ টিকিটও পেয়েছেন একুশের নির্বাচনে। এদিকে বেশ কয়েকদিন আগেই বিজেপিতে যোগদান করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী।

 

 কিন্তু তিনি প্রার্থী হিসেবে দাঁড়াতে চাননি। তবে সম্প্রতি কলকাতার ভোটার হয়েছেন। আর বিজেপির হয়ে বহু জায়গায় প্রচারে নেমেছেন। তবে কি মিঠুনের সাথে টেক্কা দিতেই কি আরেক নামজাদা অভিনেত্রী জয়া বচ্চন কলকাতায়? বাংলার রাজনৈতিক মহলে এটাই এখন প্রশ্ন। ভোটের মুখে তৃণমূল-বিজেপির প্রচারের লড়াইটা বেশ জোরদার। যদিও বিজেপির বহু কেন্দ্রীয় নেতা, অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই রাজ্যে প্রচারে আসছেন নিয়মিত। কিন্তু শাসকদল তৃণমূলের হয়ে স্টার ক্যাম্পেইনার দুজনই। একজন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যজন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার জয়া বচ্চন নামলেন আসরে। ফলে রাজনৈতিক মহল মনে করছেন মিঠুনকে টেক্কা দিতেই সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন এই রাজ্যে প্রচারে আনল তৃণমূল। সোমবারই তৃণমূল ভবনে জয়া বচ্চনকে দলের তরফে সংবর্ধনা জানানো হবে। এরপর একটি বৈঠকও হবে। যদিও কর্মসূচি অনুযায়ী তিনি বৃহস্পতিবার পর্যন্ত কলকতায় থাকবেন। বঙ্গভোটের প্রচারে এবার দুই তারকার দিকেই নজর থাকবে গোটা বাংলার।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post