চতুর্থ দফার ভোটে রক্তাক্ত হল বাংলা। এখনও পর্যন্ত উত্তরবঙ্গের কোচবিহারে পাঁচজনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বড় ঘটনার খবর সামনে আসেনি। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে সকাল থেকে ভোটগ্রহনের হারও সন্তোষজনক। এদিন পাঁচ জেলায় মোট ৪৪টি আসনে ভোটগ্রহন চলছে। শনিবার বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের পাঁচ জেলায় ভোট পড়েছে ৭৬.১৬ শতাংশ। গোলমাল হলেও কোচবিহারেই সবচেয়ে বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশনের অ্যাপ সূত্রে জানা যাচ্ছে, বিকেল পাঁচটা পর্যন্ত কোচবিহারে ভোট পড়েছে ৭৯.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৭৩.৬৫%, হুগলিতে ৭৬.০২%, হাওড়ায় ৭৫.০৩% এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭৫.৪৯%। এবার দেখে নিন কোন বিধানসভা কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে।
কোচবিহার জেলা—
কোচবিহার উত্তর- ৭৯.০০%
কোচবিহার দক্ষিণ- ৭৮.০০%
দিনহাটা- ৭৬.৩০%
মাথাভাঙা- ৮০.২০%
মেখলিগঞ্জ- ৮১.৪২%
নাটাবাড়ি- ৮৪.৫০%
সিতাই- ৭৭.৬০%
শীতলকুচি- ৭৭.২৯%
তুফানগঞ্জ- ৮৩.২৩%
আলিপুরদুয়ার জেলা—
আলিপুরদুয়ার- ৭৪.২৫%
ফালাকাটা- ৭৫.৮৮%
কালচিনি- ৭২.৪৭%
কুমারগ্রাম- ৭৬.১৫%
মাদারিহাট- ৬৯.৫১%
হুগলি জেলা—
বলাগড়- ৮২.২০%
চাঁপদানি- ৭৩.৫৪%
চন্দননগর- ৭৫.৮১%
চণ্ডীতলা- ৭৪.০০%
চুঁচুড়া- ৭৫.২৩%
পাণ্ডুয়া- ৭৯.৯৯%
সপ্তগ্রাম- ৭৯.০০%
সিঙ্গুর- ৭৮.৩৫%
শ্রীরামপুর- ৭২.০৬%
উত্তরপাড়া- ৭০.০২%
হাওড়া জেলা—
বালি- ৬৮.৭৩%
ডোমজুড়- ৮০.১৫%
হাওড়া উত্তর- ৭৫.৪৩%
হাওড়া দক্ষিণ- ৭৩.২০%
হাওড়া মধ্য- ৭৩.৯০%
পাঁচলা- ৭৭.০০%
সাঁকরাইল- ৭৭.৫১%
শিবপুর- ৭৩.৭০%
উলুবেড়িয়া পূর্ব- ৭৫.৬৪%
দক্ষিণ ২৪ পরগনা জেলা—
বেহালা পূর্ব- ৬৬.২৩%
বেহালা পশ্চিম- ৭১.১৪%
ভাঙড়- ৮৫.১২%
বজবজ- ৮২.৩১%
যাদবপুর- ৭৬.০৩%
কসবা- ৭১.৪২%
মহেশতলা- ৭৫.১২%
মেটিয়াবুরুজ- ৭৩.৬০%
সোনারপুর উত্তর- ৭৭.৩২%
সোনারপুর দক্ষিণ- ৭৭.২৮%
টালিগঞ্জ- ৭৪.৮৩%
Thank You for your important feedback