দ্বিতীয় দফার নির্বাচন শুরুতে সকাল থেকেই পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র খবরের শিরোনামে। সকাল থেকেই নানান অশান্তির খবর আসছে। এবার চণ্ডীপুর বিধানসভার ১ নম্বর ব্লকের মোহাম্মদপুরের ২৮ নং বুথে বিজেপির এক এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীর দেহরক্ষীর বিরুদ্ধে। সূত্রের খবর, ওই বুথে সোহম ঢুকতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই নিয়ে বচসা বাধে। এরপরও সোহম চক্রবর্তীকে নানাভাবে বিজেপি কর্মীরা উত্ত্যক্ত করে বলেও দাবি সোহমের। সেই সময় সোহমের দেহরক্ষী কেন্দ্রীয় বাহিনীর লাঠি কেড়ে নিয়ে রীতিমতো বিজেপি পোলিং এজেন্ট রঞ্জন মাইতিকে বেধড়ক মারধর করেন। অভিযোগ সমস্ত ঘটনার সাক্ষী ছিলেন তৃণমূলের তারকা প্রার্থী নিজেই। নিগৃহীত ওই বিজেপি এজেন্টের দাদা অভিযোগ আনেন তৃণমূল প্রার্থী সোহমের দেহরক্ষীর বিরুদ্ধে। এমনকি তাঁর দাবি, রঞ্জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে সকালে চণ্ডীপুরে ভোটের শুরুতেই সোহম বুথ পরিদর্শনে যাওয়া মাত্রই তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। এছাড়া তার গাড়ি ভাঙচুর করা হয়। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে জেলা প্রশাসনের কাছে।
Post a Comment
Thank You for your important feedback