উত্তরপাড়ার প্রবীরকে কড়া টক্কর দেবেন তৃণমূলের কাঞ্চন

হাওড়ার বালি লাগোয়া উত্তরপাড়া হুগলিতে অবস্থান করছে। বহু পুরনো ছোট্ট শহর। অঞ্চলটি প্রথমে ছিল কংগ্রেস ঘেঁষা পরিবর্তনের পরে তৃণমূলের দখলে যায়। দীর্ঘদিন, সেই বাম আমলে উত্তরপাড়া পৌরসভা দখল করেছিল তৃণমূল। এই অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা বিগত বিধায়ক প্রবীর ঘোষাল। পেশায় সাংবাদিক ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুডবুকে থাকা প্রবীরের ২০১৬ তে টিকিট পেতে অসুবিধা ছিল না। প্রথম ভোটে দাঁড়িয়ে সিপিএমের শ্রুতিনাথ প্রহরাজকে ১২ হাজার ভোটে হারান। অবশ্য তাঁর এই জেতার পিছনে মস্ত ভূমিকা ছিল বিজেপির কৃষ্ণা ভট্টাচার্যের। তিনি ২৩,৬৮১ ভোট কাটলে সুবিধা হয় প্রবীরের।
এবারেও প্রবীর প্রার্থী, তবে বিজেপির। সম্প্রতি দলবদল করে মমতা বিরোধী হয়েছেন। এলাকায় জনপ্রিয়তা নেই খুব  বেশি, কারণ তিনি পাঁচ বছরের অধিকাংশ সময়ে ব্যস্ত ছিলেন গোষ্ঠীদ্বন্দ্বে। তাঁর বিরুদ্ধে চরম বামপন্থী তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। সিনেমা এবং টিভির নিয়মিত মুখ, এবং যথেষ্ট জনপ্রিয় শিল্পী। কিন্তু রাজনীতির আসরে আনকোরা বলা চলে। উত্তরপাড়ায় বাম প্রার্থী বহুদিনের আন্দোলন করা রজত ভট্টাচার্য। দেখার বিষয় দলবদলু প্রবীর কতটা ভোটে ফেরত পেতে পারেন।      

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post